জো বাইডেনকে ‘ক্ষ্যাপাটে’ বললেন ট্রাম্প
পোস্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনকে ক্ষ্যাপাটে বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনকে ক্ষ্যাপাটে বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং নির্বাচনী প্রচারণা পুনরায় শুরুর অপেক্ষায় আছেন।
বাইডেনের উপস্থিত বুদ্ধি অনেক কম উল্লেখ করে ট্রাম্প বুধবার টুইট করে বলেন, বাইডেন যে বছরের পর বছর ধরে পাগল, এ কথা সবাই জানে।
ট্রাম্প তার এ বক্তব্যের সঙ্গে বাইডেনের নির্বাচনী প্রচারণার একটি ভিডিও ক্লিপ যুক্ত করেন।
যেখানে বাইডেন একদল তরুণ নৃত্যশিল্পীকে বলছেন, তাদের যখন আরও চার বছর বয়স হবে, তখনও তিনি তাদের এভাবে নাচতে দেখতে চান।
চারবছর পরে বাইডেনের পুর্ননির্বাচনের প্রচারাভিযান চালানোর উচ্চাভিলাষী এই মন্তব্যটি যথাযথ নয় বলে সমালোচনা করেছে ফক্সনিউজ।