সিলেটের বরেণ্য আলেমেদ্বীন পীর বরুণা’র ইন্তেকাল
সিলেট অফিস : প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বরেণ্য আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বরুণা পীর সাহেবের ছেলে শেখ নুরে আলম হামিদী।
আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহ-সভাপতি ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ছিলেন।