মিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা, আটক ১৩
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় গভর্নর গ্রেচেন হুইটারকে অপহরণের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ১৩ জনকে গ্রেফতার হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এফবিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, মিশিগান গভর্নরকে অপহরণ পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল উলভারিন ওয়াচম্যান নামের একটি মিলিশিয়া সংগঠন।
এই ঘটনায় মিশগানের গভর্নর গ্রেচেন হুইটা বলেন, ঘৃণা, ধর্মান্ধতা এবং সহিংসতার কোনও স্থান নেই।
এ ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডানা ন্যাসেল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় মিশিগানের সরকারি কর্মকর্তা এবং জনসাধারণকে লক্ষ্য করে সাজানো একটি হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।