গিনেস রেকর্ডে সৌদির মরুদ্যান আল আহসা
পোস্ট ডেস্ক : সৌদি আরবের আল আহসা মরুদ্যান বিশ্বের সর্ববৃহৎ মরুদ্যান হিসেবে গিনেস রেকর্ডে অন্তর্ভূক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক টুইট বার্তায় একথা জানান সৌদি আরবের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সাউদ।
গিনেস ওয়েবসাইট জানায়, সৌদি আরবের আল আহসা পৃথিবীর সর্ববৃহৎ মরুদ্যান। এটি সৌদির দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। গিনেস ওয়েব সাইটের তথ্য মতে, ৮৫.৪ স্কয়ার কিলোমিটারের বেশি এরিয়ার মরুদ্যানটিতে আড়াই মিলিয়ন খেজুর গাছ বিদ্যামান।
ইনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাতে সৌদি আরবের আল আহসা মরুদ্যান ছাড়াও আরো আছে, আল উলা অঞ্চলের আল হিজর, ঐতিহাসিক দিরিয়্যাহ অঞ্চলের আত তুরাইফ এলাকা, ঐতিহাসিক জেদ্দা শহর ও জুব্বাহ ও শুয়াইমিসের প্রস্তরশিল্প।
এর আগে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভূক্ত ছিল। পৃথিবীর প্রাচীন মরুদ্যানগুলোর অন্যতম এটি। খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এর যাত্রা শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় আল আহসা মরুদ্যানে নানা রকম চাষাবাদ হত।
২০১৫ সালে আল আহসা মরুদ্যানটি ইউনেস্কো ঘোষিত হস্তশিল্প ও লোকশিল্পের আওতায় সৃজনশীল নগর তালিকাভূক্ত হয়। ২০১৯ সালে আল আহসা আরব পর্যটনের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।