ট্রাম্পের জয় নিয়ে সংশয়ে রিপাবলিকান পার্টির সিনেটররা
পোস্ট ডেস্ক : আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে সংশয়ে আছেন খোদ তার দল রিপাবলিকান পার্টির সিনেটররা। ইতোমধ্যে বেশ কয়েক জন সিনেটর ট্রাম্প, তার প্রশাসন এবং তার নীতি থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। শীর্ষনেতাদের আশঙ্কা দলের এই মতবিরোধের কারণে ডেমোক্রেটিক পার্টি ও এই দলের প্রার্থী জো বাইডেনের বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে।
টেক্সাসের জুনিয়র সিনেটর টেড ক্রুজ বলেন, ‘আমি মনে করি এটা ভয়াবহ নির্বাচন হতে পারে। আমার মনে হয়, আমরা হোয়াইট হাউজ ও কংগ্রেসের উভয় কক্ষে পরাজিত হতে পারি, যেটা হবে ওয়াটারগেট কেলেঙ্কারির সমান রক্তস্নাত।’
নর্থ ক্যারোলিনার সিনেটর থম টিল্লিস বলেন, ‘সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের জন্য সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া।’
ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরদের ক্ষোভ দিন দিন বাড়ছে। বেশ কয়েকটি জরিপেও দেখা গেছে আগামী নির্বাচনে পরাজিত হতে পারেন ট্রাম্প।