মৃত হরিণ নিয়ে ভাল্লুক-নেকড়ের হাড্ডাহাড্ডি লড়াই! ভিডিও ভাইরাল
পোস্ট ডেস্ক : বনের প্রাণীদের বেঁচে থাকতে হলে নিজের খাবার নিজেকেই যোগাড় করে খেতে হয়। খাবারের জন্য তাদের লড়াই চলে আজীবন। ভাল্লুক মৃত প্রাণী খায় না। কথায় আছে হত্যা করে তারপর তাকে টেনে নিয়ে নিজের ডেরায় গিয়ে খায়। কিন্তু, নেকড়ে তা করে না। মৃত প্রাণী থেকেই নিজের খিদে মেটায়।
সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শেঠ রয়্যাল ক্রফট একটি বিশেষ মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মৃত হরিণের দখল নিতে নেকড়ে আর ভাল্লুকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যাকে বলে বন্য লড়াই!
হরিণের দেহে তখনো প্রাণ রয়েছে। ভাল্লুক তাকে আগলে রেখেছে। ওটা তার শিকার। কিন্তু, নেকড়ে লোভ সামলাতে পারছে না। ভিডিওতে স্পষ্ট সেও তার মধ্যাহ্ন ভোজনে চায় হরিণের মাংস। এরপরই শুরু হয় গর্জন। তারপর লড়াই। বেঁচে থাকার লড়াই বোধ হয় একেই বলে।