সেলিব্রেটি শেফ অলি খান এমবিই খেতাবে ভূষিত
চলতি বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজে অবদানের জন্য সম্মাননা তালিকায় যুক্ত হয়েছে আরেএর পেছনে অগ্রনী ভূমিকা পালন করেছে ব্রিটেনের জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বাংলা পোস্ট। করোনাকালে ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এ রকম ব্যক্তিদের নিয়ে বাংলা পোস্ট প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। আর এই ক্রোড়পত্র জানান দিয়েছে যার যার মানব সেবামূলক কর্মকান্ডের সচিত্র খবর। বাংলা পোস্ট খুবই আনন্দিত যে শতবর্ষী ফান্ড রাইজার দবিরুল চৌধুরী এবং নামকরা শেখ অলি খানের কার্যক্রমকে আমরা আমাদের লেখনীর মাধ্যমে উৎসাহিত করেছি।
করোনা ভাইরাসের সময়ে তারা যে কাজ করেছেন তা সত্যিই প্রসংশনীয়।
এদের মধ্যে একজন হলেন ব্রিটেনের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ’র সাবেক সফল সাধারন সম্পাদক ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন ইউকের সভাপতি যুক্তরাজ্যের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, গিনেজ বুকে রেকর্ডধারী সেলিব্রেটি শেফ অলি খান হসপিটালিটি সেক্টরে বিশেষ অবদানের জন্য রাণীর সম্মান সূচক মেম্বার অফ ব্রিটিশ এম্পেয়ার এমবিই খেতাব লাভ করেছেন।
তার এই কৃতিত্ব্র ব্রিটেন তথা বাংলাদেশীদের জন্য বিরল দৃষ্টান্ত । তিনি বৃটেনের ইলেকট্রন মিডিয়ার জগতে এক পরিচিত মুখ। ব্রিটেনের লুটন শহরে বসবাসকারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাটানতুলা গ্রামের কৃতিসন্তান বাবা মরহুম আলহাজ্ব আইয়ুব আলী খান এর দুই ছেলে ও তিন মেয়ের মধ্যকার ১ম পুত্র মোহাম্মদ ওলি খান ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে ব্রিটেনে আসেন। এখানে এসে ক্যাটারিং ব্যবসা শুরু করা সহ কমিউনিটি ও সমাজসেবামূলক কাজে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছেন।
এদিকে বাংলা পোস্ট কর্তৃপক্ষ অলি খানের এই সম্মাননাকে স্বাগত জানাচ্ছে।