মনীষা কৈরালাকে এখনো ভোলেননি নানা পাটেকর
পোস্ট ডেস্ক : বলিউডে রিয়েল লাইফের রোমান্সের মধ্যে এক সময় ঝড় উঠেছিল মনীষা কৈরালা ও নানা পাটেকর প্রেমকাহিনী নিয়ে। প্রেম,বিরহ,আক্রোশ সবই ছিল তাদের জীবনে। এতকিছুর পরে শেষ পর্যন্ত টেকেনি প্রেম। তবে মনীষাকে এখনো ভোলেননি নানা পটেকের।
মনীষা ও নানার সম্পর্কের শুরু হয়েছিল অগ্নিসাক্ষী সিনেমার মাধ্যমে। লোকচক্ষুর আড়ালে চলছিল তাদের প্রেম। স্ক্রিন প্রেজেন্সে যেকোন বলিউড হিরোকে মাত করতে পারতেন নানা। সেই কারিশ্মায় মোহিত হয়েছিলেন মনীষাও। দুজনের প্রেম সবার সামনে আসা শুরু করে খামোশি সিনেমা তৈরির সময় থেকে। তখন থেকেই নিজ বাড়িতে মনীষার সঙ্গে সময় কাটাতেন নানা। তবে সম্পর্কে এক সময় চির ধরে। প্রেম করলেও মনীষাকে বিয়ে করতে চান না নানা। এর মধ্যে আয়েশা জুলকারের সঙ্গে নানাকে আপত্তিকর অবস্থায় দেখেনে মনীষা। এই নিয়েও কম জল ঘোলা হয়নি। এরপরই দুজন বের হয়ে আসে সম্পর্ক থেকে। দুজনে আলাদ পথ চলা শুরু করেন। তবে এর মধ্যে এক সাক্ষাতকারে মনীষাকে নিয়ে নানা বলেন, এখনকার সময়ের সবচেয়ে সেনসেটিভ অভিনেত্রী মনীষা। ওকে কারো সাথে তাল মিলিয়ে চলতে হবে না। ওর সব রয়েছে এবং তা যথেষ্ঠ।
২০১০ সালে ব্যবসায়ি সম্রাট দহালকে বিয়ে করেন মনীষা। যদিও সে সংসার টিকেছিল মাত্র ২ বছর। এরপর ক্যান্সার জয়ের পর অভিনয়ে মন দিয়েছেন মনীষা। অন্যদিকে আয়েশাকে ছেড়ে নিজের স্ত্রীর কাছে ফিরেছেন নানা। তবু দুজনের ভালবাসা এখনো ভেসে ওঠে বহু অনুরাগীর মনে।