রাজধানীতে নিজ বাসায় ছেলে ও স্ত্রীর হাতে খুন
বিশেষ সংবাদদাতা, ঢাকা : রাজধানীতে নিজ বাসায় ছেলে ও স্ত্রীর হাতে লালমিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাজারীবাগের বসিলায় নিজ বাড়িতে হত্যার শিকার হন লালমিয়া।
নিহতের ছোট ভাই মহর আলী জানান, দক্ষিণ বসিলা ব্রিজের পাশে তিনতলা বাড়িতে লাল মিয়ার বসবাস করতেন। সাত-আট মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তালাকপ্রাপ্ত হলেও আরজুদা বাড়ির তৃতীয় তলায় ছেলেদের সঙ্গে বসবাস করতেন। প্রায়ই ছেলে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগতো লাল মিয়ার। মঙ্গলবার দুপুরে ঝগড়ার এক পর্যায়ে তিন ছেলে মিলে বাবার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে লালমিয়ার শ্বাসরোধ করা হয়।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক লালমিয়াকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে, নিহতের ছেলে ও স্ত্রী পলাতক রয়েছে।