সিলেটের পুলিশ ফাড়িতে হত্যা: মামলা তদন্ত করবে পিবিআই

Published: 14 October 2020

সিলেট অফিস : বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলার নথি আনুষ্ঠানিকভাবে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার।

তিনি জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে রায়হান হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলার নথি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। এখন পিবিআই মামলাটি তদন্ত করবে।

প্রসঙ্গত, গত রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন। ৬টা ৪০ মিনিটের সময় গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী।