কারফিউ জারি হলো ফ্রান্সের ৯ শহরে
পোস্ট ডেস্ক : প্যারিসসহ মোট ৯টি শহরে কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে ওই ৯ শহরে রাতের বেলা কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়েছে।
টেলিভিশনে এক সাক্ষাৎকারের সময় ম্যাখোঁ বলেছেন, শনিবার থেকে কারফিউ কার্যকর হবে। অন্তত চার সপ্তাহ কার্যকর থাকবে কারফিউ। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজনকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কারফিউ না মানলে জরিমানা করা হবে।
ফ্রান্স সরকার অবশ্য নতুন করে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থাও ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছেন, আমরা করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং মারা গেছে ৩৩ হাজার ৩৭ জন।