গায়ে হলুদের অনুষ্ঠান থেকে গ্রেফতার যুবক
বিশেষ সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীর সঙ্গে প্রেমের ছলে ৪ বছর শারীরিক সম্পর্ক করে ইসতিয়াক আহম্মেদ নামে এক যুবক। পরে অন্যত্র বিয়ের খবরে ওই তরুণীর মামলার ভিত্তিতে গায়ে হলুদ মাখা অবস্থায় ইসতিয়াককে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার নিজবাড়িতে ইসতিয়াকের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে ধর্ষণ মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, নাগবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ইসতিয়াকের সঙ্গে ৪ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই তরুণীর। এরপর বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তার সঙ্গে।
একপর্যায়ে নাগবাড়ি মন্দির সংলগ্ন জিকু মিয়ার বাড়ির তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ ২০১৯ সালের ২৫ ডিসেম্বরও ওই ফ্ল্যাটে তাকে ধর্ষণ করে। এরপর থেকে আজ নয় কাল- এভাবে বিয়ে করবে বলে পাঁয়তারা করতে থাকে।
গত ১৪ অক্টোবর সন্ধ্যায়ও তাকে বিয়ে করার কথা বলে বিয়ে করেনি। উল্টো সে জানিয়ে দেয়- বাবা-মায়ের পছন্দে অন্যত্র বিয়ে করবে এবং তাকে যেন বিরক্ত না করে সেজন্য গালাগাল করে ইসতিয়াক। পরে ওই তরুণী বিষয়টি তার অভিভাবকদের জানিয়ে থানায় অভিযোগ করেন।
ইসতিয়াকের দাবি, ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এতে তরুণীর নিজ বাসায় উভয়ের সম্মতিতে দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। আর দুজনই উভয়ের বাবা-মাকে প্রেমের সম্পর্কের বিষয় জানায়। কিন্তু ওই তরুণীকে আমার বাবা-মা মেনে নিতে অস্বীকার করে এবং অন্যত্র আমার বিয়ে ঠিক করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে ইসতিয়াককে গ্রেফতার করা হয়েছে। ইসতিয়াক এখন কারাগারে রয়েছে।