মুক্তি পেল ‘এসেছে মা দুর্গা’

Published: 21 October 2020

পোস্ট ডেস্ক : হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজা উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান কণ্ঠে তুলেছেন নতুন পূজার গান। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পেয়েছে গানটি। গানের গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওচিত্রে আছেন কাজী নওশাবা আহমেদ, অমিত সিনহা, মোফাজ্জেল হোসেন ও রুবাইয়াত।

‘এসেছে দুর্গা মা’ নামের গানটি লিখেছেন কণ্ঠশিল্পী নিজেই। মূলত কলকাতার বন্ধুকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই গান বানিয়েছেন রুবাইয়াত, সুর এবং সংগীতায়োজন করেছেন মেধাবী সংগীত পরিচালক রাজা কাশ্যফ।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান জানালেন, ছোটবেলা থেকে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছেন। বলেন, ‘আমি নিজে মুসলিম হলেও পারস্পরিক প্রতিটি ধর্মকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করি সব সময়। বিশেষ করে আমার ছোটবেলার বন্ধু মুন্নী দাস, ও কলকাতায় থাকে। মুন্নীকে পূজায় সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথমবার নিজে গান লিখলাম এবং গাইলামও। এটি প্রকাশ হওয়ার পর থেকে ইতিবাচক সাড়া মিলছে।’

তিনি বলেন, ‘আমার গানের ওস্তাদ পণ্ডিত মিহির কান্তিলাল গানটি শোনার পর খুবই খুশি হয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের গান যেন আমি আরো বেশি বেশি করতে পারি, সে জন্য উৎসাহও দিয়েছেন। যতটা আনন্দ তিনি ঈদে করেন, ঠিক তেমনি পূজায়ও করে থাকি।’

ভবিষ্যতে ঈদসহ আরো বিশেষ দিনের উৎসবের জন্য গান করবেন বলে জানান তিনি।