যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলিতে নিহত ৩
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।
পুলিশ কমান্ডার কারোলেটা জনসনের বরাতে হাউসটন ক্রনিকল ও এবিসি নিউজ এমন খবর দিয়েছে।
সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন– জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।
তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।