কুশিয়ারা 

Published: 22 October 2020

—আবদুল মালীক ফারুক—

পথের ধারের গাছের ছায়ায়
বসলো যেই ক্লান্ত হয়ে
পড়লো চোখে আমলকি এক
দেখছে তাকে চেয়ে চেয়ে ।
খায়েশ গেলো বেজায় রকম
আমলকিটা খাবে বলে
মুখের গহ্বর জিহ্বা খানাও
ভরে গেলো লোভের জলে ।
আমলকিটা কুড়িয়ে নিয়ে
খায় গোয়ালা মজা করে
চলছিলো পথ দুপুর রোদে
নদী পাড়ের রাস্তা ধরে ।
আমলকিটা খাবার পরে
তৃষ্ণা পেয়ে কাতর হলে
তৃষ্ণা মিটায় আজলা ভরে
নদী থেকে নদীর জলে ।
জল যেনো নয়, কুশিয়ারের
রসের ধারা বইছে জলে
দুধের স্বাদের কথা বেবাক
যায় গোয়ালা যায় ভুলে ।
দুধের ভারা ফেলে, সে তার
কলস নিলো জলে ভরে
সেই থেকেই যে কুশিয়ারা
নামেই জানি নদীটিরে ।