অঙ্কিতার কাণ্ড
পোস্ট ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শিরোনামে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে৷।
কারণ বিনোদন দুনিয়ায় আসার পর তিনি সুশান্তের প্রথম গার্লফ্রেন্ড৷ তার সঙ্গে প্রায় ৬ বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল সুশান্তের৷ অভিনেতার অকস্মাৎ মৃত্যুর পর অঙ্কিতাও লাইমলাইটে এসেছিলেন৷ তিনিও সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচারের দাবিতে সরব হন৷ পুরনো প্রেমিক মারা যাওয়ায় তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কিন্তু হঠাৎই এ ধরণের শোকস্তব্ধ অঙ্কিতার এ হেন কাণ্ডে নেটিজেনরা বাকরুদ্ধ৷ সম্প্রতি ‘সাওয়ার লু’ গানটির সঙ্গে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন অঙ্কিতা৷ পরণে জলের মতো পাতলা নীল শাড়ি, লাল ব্লাউজ, মাথার ঢেউ খেলানো কেশরাশি খুলে দিয়ে লাস্যপূর্ণ নাচে মেতেছেন অঙ্কিতা৷ অঙ্কিতার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ কিন্তু অঙ্কিতার এই লাস্যপূ্র্ণ নাচ একেবারেই মন ছোঁয়নি নেটিজেনদের৷ দেদার নেগেটিভ কমেন্টে তারা ভরিয়ে দিয়েছে সুশান্তের প্রাক্তন এই গার্লফ্রেন্ডকে৷ তাদের সাফ প্রশ্ন কী করে সুশান্তের মৃত্যুর পর এরকমভাবে নাচতে পারেন তিনি৷ কেউ কেউ বলেছেন অঙ্কিতাকে আর পাঁচজনের থেকে আলাদা ভেবেছিলেন , আসলে মোটেই নয়৷