লেবাননের পরবর্তী প্রধানমন্ত্রী সাদ হারিরি
পোস্ট ডেস্ক : লেবাননের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন পেয়েছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ সাদ হারিরি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৪৭ জন সংসদ সদস্যের সমর্থন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন হারিরি। বার্তা সংস্থা রয়টার্স এক জরিপের ভিত্তিতে তাঁর নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করে।
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে ইরান সমর্থিত হিজবুল্লাহর রাজনৈতিক দলসহ আইনপ্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে একজন প্রার্থীকে নির্বাচনের কথা বলেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন। অর্থনৈতিক মন্দাবস্থা ও যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে কাজ করতে নির্বাচিত প্রধানমন্ত্রী দ্রুততর সময়ে নতুন সরকার গঠন করবেন জানা যায়।
নতুন সরকার গঠন করে অর্থনৈতিক মন্দাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করে চরম দুর্দশাগ্রস্ত দেশ লেবাননকে ঘুরে দাঁড় করানো সাবেক প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
সাদ হারিরি ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ সালে নিহত সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির পুত্র তিনি।