স্বামীর সঙ্গে মণ্ডপে গিয়ে দেবীকে অঞ্জলি দিলেন মিথিলা
পোস্ট ডেস্ক : কলকাতায় পূজা উদযাপন মানেই যেনো ভিন্ন আমেজ।বাংলাদেশি অভিনেত্রী মিথিলার পূজা উদযাপন এবার এই কলকাতাতেই হচ্ছে। শুক্রবার পূজা মণ্ডপে গিয়ে স্বামী সৃজিতের সঙ্গে দেবী দুর্গাকে অঞ্জলি দিতেও দেখা গেলো মিথিলাকে।
এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।
ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার সৃজিত-মিথিলা নুসরাত জাহান এবং তার স্বামী বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান। সাস্থ্যবিধি মেনেই সেখানে পূজায় অংশগ্রহণ করেন তারা।
এ সময়ে সৃজিতের পরনে ছিলো খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। আর জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে ছিলেন নুসরাত।