কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
বিশেষ সংবাদদাতা, ঢাকা : বরগুনার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা রফিক ওরফে মিলনকে (৪৫) গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
পুলিশ শুক্রবার রাতে মিলনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন ধর্ষণের অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
মিলনের স্ত্রী রুমা জানায়, ১৫ বছর আগে মিলনের সাথে তার বিয়ে হয়। মিলন পেশায় একজন রং মিস্ত্রী। সে ১ থেকে ২ মাস যাবৎ শিশু কন্যাকে যৌন নির্যাতন করে আসছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা রুমা জানতে চায়। শিশুটি মা’কে ব্যথার জায়গা দেখিয়ে বলে, বাবা তাকে ব্যথা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মিলন মারধর করে বিষয়টি ফয়সালা করে। এরপরেও মিলন একই কাজ করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ওসি (তদন্ত) শহীদুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে, আমি কিছু করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে।
শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম।