গ্রিসকে সমর্থনের ঘোষণা ইসরায়েলের
পোস্ট ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরের সামুদ্রিক অধিকার নির্ধারণে গ্রিসকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
গত শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলেরর পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হেইত এক টুইট বার্তায় জানান, ‘ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তের ক্রমরবর্ধমান উদ্বেগ লক্ষ্য করছে ইসরায়েল। তুরস্কের গৃহীত একতরফা নীতি এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করছে।’
তিনি আরো বলেন, ‘সামুদ্রিক অঞ্চলে গ্রিসের অধিকার রক্ষায় ইসরায়েল পূর্ণ সমর্থন জানায় এবং এতে সব ধরনে সহযোগিতা করবে। অধিকার ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে।’
গ্রিস ও সাইপ্রাস কর্তৃক নির্ধারিত সামুদ্রিক সীমারেখার দাবী প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তাছাড়া এই দাবীকে তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অবিহিত করে। পূর্ব ভূমধ্যসাগরে দীর্ঘতম উপমহাদেশীয় সামুদ্রিক সীমারেখার অধিকারী তুরস্ক।