আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত
পোস্ট ডেস্ক : মিসরীয় বংশোদ্ভূত আল কায়েদার জ্যেষ্ঠ নেতা আবু মুহসিন আল মাসরি আফগানিস্তানে নিহত হয়েছেন। গজনি প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর এক অভিযানে তিনি নিহত হন।
শনিবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) আল মাসরির নিহতের খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান ক্রিস মিলারও বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেইশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় আল মাসরির নাম ছিল। ধারণা করা হয়, তিনি আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড ও ভারতীয় উপমহাদেশ অঞ্চলে দলটির প্রধানের দায়িত্বে ছিলেন।
রণাঙ্গন থেকে আল মাসরির অপসারণকে আল কায়েদার জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন ক্রিস মিলার। তবে তার নিহতের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এফবিআই।