কবিতা
শুধু তোমারই প্রতীক্ষায়

Published: 25 October 2020

।। শহীদুল্লাহ ফরায়জী ।।

এই যে মনোজগতে ডুব
কালের পরম মমতায়
অন্তহীন প্রেমের আকন্ঠ পিপাসায়
অগ্নিদাহে দারুণ রঙ ছড়ায়
সে তো
শুধু তোমারই প্রতীক্ষায়

এই যে বুকের গহন সমুদ্রে
জ্বলন্ত অগ্নি অতিমাত্রায়
গোপন অভিসার
আর্তনাদ করে বেদনায়
সে তো শুধু
তোমারই অপেক্ষায়

এই যে সর্বগ্রাসী রাত্রির
অতৃপ্ত বেদনার তীব্রতায়
প্রতিদিন দেহ মন
সব পুড়ে যায়
তবু চিরকাল দাঁড়িয়ে থাকি
সূর্যাস্তের আস্তানায়
দাঁড়িয়ে থাকি নির্মম অবহেলায়
সে তো
শুধু তোমারই অপেক্ষায়

এই যে অদৃশ্য আকাশে দেখি
পাপ ধুয়ে যাবার দৃশ্যকল্প
জ্ঞান তৃষ্ণায় অবতরণ করি
মৃত্তিকায় আর গভীর সত্তায়
আমাকে পরিমাপ করি
আত্মার অসীম সীমানায়

অনন্তকাল হেঁটে যাচ্ছি
নিখাঁদ সত্যের অভিযাত্রায়
অনন্তকাল হেঁটে যাচ্ছি
আত্মজিজ্ঞাসার বসন্ত মেলায়
সে তো শুধু তোমারই আশায়

এই যে নৈতিকতার উচ্চতায়
অহরহ করেছি নির্মাণ
নক্ষত্রশোভিত বাগান
আকুল আকাঙ্খায় দিয়েছি
ষোলআনা জীবন বলিদান
সে তো
শুধু তোমারই প্রতীক্ষায়।

২৫ অক্টোবর ২০২০
উত্তরা ঢাকা।