বগুড়ায় মন্দিরের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
বিশেষ সংবাদদাতা, ঢাকা : বগুড়া সদর উপজেলায় সাবগ্রামে দুর্গামন্দিরের সামনে প্রকাশ্যে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১টার দিকে শহরতলির সাবগ্রামহাট দুর্গামন্দিরের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালীপদ দাসের ছেলে।
এ ঘটনার পর থেকে সাবগ্রামহাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবীর জানান, সোমবার রাত ১টার দিকে সম্রাট মন্দিরের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মন্দিরের সামনে আশ্রয় নেন। মন্দির চত্বরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি হুমায়ুন কবির আরও জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাড়ি জুয়েলের ছোট ভাই। ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছেন। সম্রাটের নামে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।