রাজধানীতে পরিত্যক্ত বোতল বিস্ফোরণ, দগ্ধ ৭

Published: 27 October 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা মসজিদ সংলগ্ন একটি ভাঙারি দোকানে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ভাঙারি দোকান মালিক আবদুল আলিম (৫০), কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুর রহমান (৩৩) ও আমির হোসেন (২৭), পাশের আরেকটি ওয়ার্কশপের তিন কর্মচারী শেখ কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গারীর দোকানের মালিক জানান, দোকানে সেন্টের বোতল ও স্প্রে বোতলসহ বিভিন্ন ধরনের বোতল জাতীয় রয়েছে। দুপুর দুইটার দিকে কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমরা দগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, হাসপাতালে দগ্ধ সাতজনকে আনা হয়েছে । তাদের পাঁচ জনের শরীরে ৭৫ থেকে ২০ শতাংশ শরীর পুরে গেছে আর দুই জন ভাল আছে। তিন জনের অবস্থা আশংকাজনক।।