দুই কেজি সোনাসহ আটক ১
বিশেষ সংবাদদাতা, ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা সীমান্ত হতে ২ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণসহ হাসান আলী (৫০) নামের একজনকে আটক করেছে।
বিজিবি সদরদপ্তর জানায়, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নুর আলমের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি ১৪৩ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় মোটর সাইকেলসহ হাসান আলীকে আটক করা হয়। আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।