বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
বিশেষ সংবাদদাতা, ঢাকা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তাঞ্জিল শাকিল জয়, নির্মল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদির সামনে নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজারুল রহমান বাবু।
এরপর টুঙ্গিপাড়া বিজয় রেস্ট হাউজ মিলনায়তনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসব কর্মসূচিতে সংগঠনের পাঁচশতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।