বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বিয়ানীবাজার পৌর শাখার কমিটি গঠন
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (এস -১২০৬৮) এর বিয়ানীবাজার পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অদ্য ২৭ অক্টোবর ২০২০ খ্রিঃ স্থানীয় বিয়ানীবাজার সপ্রাবি এ অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।
শিক্ষক ফখরুল ইসলাম ও সৌমেন চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান আহমদ। আলোচনা সভা শেষে নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। বরণ পর্ব শেষে বিয়ানীবাজার উপজেলা শাখা, পৌর শাখা ও আলীনগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মোঃ তাহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন ও সাংগঠনিক সম্পাদক তন্ময় পাল চৌধুরী মনোনীত হন।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, প্রচার সম্পাদক মতিলাল গুপ্তা, কাব স্কাউট সম্পাদক তাজুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক এখলাছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক বিমল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল ভৌমিক সাহিত্য সম্পাদক আদরি দে, সিলেট মহানগর শাখার সভাপতি নীলকন্ঠ দাস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সিলেট সদর শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক সমীরণ পাল, নার্গিস আক্তার চৌধুরী,জসীম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য মালিক আহমদ, হানিফ আহমদ ও উপদেষ্টা ফয়ছল আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি চৌধুরী নায়ার সুলাতানা, আফরোজা সুলতানা,দীপা বেগম মহিলা সম্পাদক প্রমুখ।