ফ্রান্সের লিঁও শহরে অর্থোডক্স যাজককে গুলি

Published: 31 October 2020

পোস্ট ডেস্ক : ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এবার একজন গ্রিক অর্থোডক্স যাজককে গুলি করা হয়েছে।

শনিবারের এ হামলার ঘটনায় ওই যাজক গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারী পালিয়ে গেছেন বলে পুলিশের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

পুলিশের সূত্রটি রয়টার্সকে বলেছে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে দুইবার গুলি করে, প্রাণ-সংশয়ী আঘাতের কারণে তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

মাত্র দুই দিন আগে বৃহস্পতিবার ফ্রান্সের আরেক শহর নিসের একটি গির্জায় অপর এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে এক নারীর শিরশ্ছেদ করে ফেলে ও আরও দুই জনকে হত্যা করে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এর দুই সপ্তাহ আগে রাজধানী প্যারিসের শহরতলীতে ১৮ বছরের অপর এক ব্যক্তি স্থানীয় এক স্কুলের শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করে। ওই শিক্ষক ক্লাসে নবী মুহম্মদের (সাঃ) কার্টুন দেখানোয় সে ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কয়েকজন মন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রার্থনাগৃহ ও স্কুলের মতো স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছেন। তারপরও একটি গির্জার কাছে আরও একটি হামলার ঘটনা ঘটল।