পাবনায় জামায়াতের আমিরসহ আটক ১১
বিশেষ সংবাদদাতা, ঢাকা : পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আলী আজগর (৫০) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ (৪৭) ১১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের ভাঙ্গুড়া থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আলী আজগর পৌর শহরের শরৎনগর ফাজিল মাদ্রাসার প্রভাষক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা জামায়াতের আমির আলী আজগরের নেতৃত্বে ১৫ জামায়াতকর্মী সাতটি মোটরসাইকেলে শনিবার সন্ধ্যা থেকে খানমরিচ ইউনিয়নের বিভিন্ন স্থানে গোপন মিটিং ও গণসংযোগ করছিলেন।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ভাঙ্গুড়া থানা পুলিশ খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তাদের ১১ জনকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, জামায়াতের আমিরসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।