বিদেশে বিনিয়োগের আড়ালে অর্থপাচার , তালিকা চেয়েছে দুদক

Published: 1 November 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : বিদেশে বিনিয়োগের আড়ালে অর্থপাচার করে যেসব বাংলাদেশি বিভিন্ন দেশে নাগরিকত্ব নিয়েছেন তাদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) আ ন ম আল ফিরোজের সই করা ওই চিঠি গত ২২শে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে লেখা ওই চিঠিতে সংবাদ মাধ্যম ও গবেষণার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্যে মিস-ইনভয়েসিং, হুন্ডি, বাংক ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাচ্ছে। এর ফলে দেশের কাক্সিক্ষত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকদের একাংশ অর্থপাচার করে বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। বহুল আলোচিত পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স ইত্যাদি কেলেঙ্কারিতে বিভিন্ন বাংলাদেশি নাগরিকের নামও উঠে এসেছে। এই ধারা বন্ধ না হলে অর্থনৈতিক গতি ভবিষ্যতে থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, অর্থপাচারের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব গ্রহণ রোধের লক্ষ্যে আইনি পদক্ষেপের মাধ্যমে সম্পদ দেশে ফিরিয়ে আনা জরুরি। এর ফলে একদিকে অপরাধীদের সাজা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের সম্পদ ফেরত আনার পাশাপাশি অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এত কঠিন কাজ সম্পন্ন সম্ভব নয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, দুর্নীতি দমন বিষয়ক আন্তর্জাতিক সহায়তা নেয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে এই ধরনের বাংলাদেশিদের তথ্য কূটনৈতিক চ্যানেলে সংগ্রহ করবে। এরপর দুদকে সরবরাহ করবে। এতে দুদক দ্রুত আইনি পদক্ষেপ নিতে পারবে। এ লক্ষ্যে যেসব বাংলাদেশি বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের সম্পর্কে তথ্য দূতাবাস বা অন্য কোনো মাধ্যমে উপায়ে পাওয়া যাবে কি না, তা জানানোর জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে দুদক।

প্রসঙ্গত, এর আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ৫০টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠায় দুদক। এরই মধ্যে ২২টি দেশ এ ব্যাপারে সাড়া দিয়েছে বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে।