বিশ্বনাথে গ্রেপ্তার এড়াতে এলাকাছাড়া বিএনপি নেতাকর্মীরা

Published: 2 November 2020

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে।

গ্রেপ্তার এড়াতে তাঁরা এখন এলাকায় থাকছেন না। গত ৩০ অক্টোবর রাতে দলটির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ১২০জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানা পুলিশ মামলা করে।

মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েকশ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি কাজে বাঁধা, প্রিজাইডিং কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলা ও নির্বাচনি সরঞ্জাম বহনকারি গাড়ি ভাঙচুর করার অভিযোগে থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সন্ধ্যায় ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার সময় পুলিশের উপর হামলা করে অভিযুক্তরা। এসময় নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি পিকআপ (মিনি ট্রাক) গাড়ির গ্লাস ভাংচুর করে অভিযুক্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত (আহবায়ক) জালাল উদ্দিন বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে আজ সোমবার সকাল পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।