ইউরোপে পাঁচ সপ্তাহে করোনা সংক্রমণের হার দ্বিগুণ
পোস্ট ডেস্ক : ইউরোপজুড়ে করোনাভাইরাসে সংক্রমণের হার আবারও বাড়তে শুরু করেছে। গত পাঁচ সপ্তাহে সেখানে করোনায় সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে।
রোববার পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি মানুষ। খবর রয়টার্সের
গত মাসে লাতিন আমেরিকা এবং এশিয়ার অঞ্চলগুলোতে করোনার সংক্রমণ ১ কোটি ছাড়িয়েছে। কেবল যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
ইউরোপে প্রথম ৫০ লাখ মানুষ আক্রান্ত হতে প্রায় নয় মাস সময় লেগেছিল। পরের ৫০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে মাত্র এক মাসে।
ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার মানুষের। গত সাত দিনে ইউরোপে ১৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৬ হাজার ১শ’ জন, যা তার আগের সপ্তাহের তুলনায় ৪৪ শতাংশ বেশি।
ইউরোপে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ১২৭ জনের বেশি করোনায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে চারজন। আর যুক্তরাষ্ট্রে প্রতি ১০ হাজারে আক্রান্ত হচ্ছে ২৭৮ জন ও মৃত্যু হচ্ছে সাতজনের।
পূর্ব ইউরোপে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। মহাদেশটিতে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ এই অঞ্চলে। অন্যদিকে দক্ষিণ ইউরোপে করোনায় মৃত্যুর হার বেশি। ইউরোপের করোনা সম্পর্কিত মৃত্যুর ৩২ শতাংশ হয়েছে এই অঞ্চলে।
পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে ১৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
ইউরোপে করোনার এই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাখতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ফের একমাসের লকডাউন ঘোষণা করেছে।
পর্তুগাল আংশিক লকডাউন করেছে এবং স্পেন ও ইতালি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।