অনুমোদনের পথে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

Published: 2 November 2020

পোস্ট ডেস্ক : অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য ভ্যাকসিন অনুমোদনের জন্য ত্বরিত পর্যালোচনা শুরু করেছে বৃটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা নিশ্চিত হয়েছি যে এমএইচআরএ আমাদের কোভিড-১৯ ভ্যাকসিন পর্যালোচনা করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, করোনা মহামারি বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ার প্রথম থেকেই সবথেকে আলোচিত ভ্যাকসিন ছিল অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন। দ্রুত এটিকে জনসাধারণের কাছে পৌঁছে দিতেই ত্বরিত পর্যালোচনা শুরু করেছে বৃটিশ কর্তৃপক্ষ। এই ভ্যাকসিন ডেভেলপ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

ব্লুমবার্গ জানিয়েছে, এমএইচআরএ একইসঙ্গে ফাইজারের ভ্যাকসিনের পর্যালোচনাও শুরু করেছে। এর আগে অ্যাস্ট্রাজেনেকা নিশ্চিত করেছে যে, তাদের ভ্যাকসিন তরুণ থেকে বৃদ্ধ সকলের দেহেই এন্টিবডি তৈরি করছে।