নিউজিল্যান্ডের নবগঠিত সরকারে চমক
পোস্ট ডেস্ক : নিউল্যান্ডের আলোচিত ও সদ্য পুনর্নির্বাচিত প্রধানমনত্রী জেসিন্ডা আর্ডেন তার নতুন মেয়াদের সরকার গঠন করে চমক সৃষ্টি করেছেন। প্রথমবারের মতো দেশটিতে উপ-প্রধানমন্ত্রী হিসেবে কোনো সমকামী ব্যক্তিকে মনোনীত করেছেন এবং দেশটির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও একজন আদিবাসী নারীকে বেছে নিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির সাবেক অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন একজন সমকামী যাকে জেসিন্ডা আর্ডেন তার ডেপুটি হিসেবে বেছে নিলেন। আবার দেশটির বিখ্যাত মাওরি আদিবাসী গোষ্ঠী থেকে আসা নানাইয়া মাহুতা স্থান পেয়েছেন ২০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায়। সেইসঙ্গে তিনি দেশটির প্রথম কোনো নারী পররাষ্ট্রমন্ত্রী।
নতুন মন্ত্রীসভা গঠন সম্পর্কে জেসিন্ডা আর্ডেন তিনি বলেন, নতুন মন্ত্রিসভা মেধা ও যোগ্যতার ভিত্তিতে গঠিত হয়েছে এবং তা অবিশ্বাস্যভাবে বেশ বৈচিত্র্যময়ও হয়েছে। আমি মনে করি দেশ হিসেবে আমাদের এর জন্য গর্বিত হওয়া উচিত।
নতুন দায়িত্ব পাওয়ার পর রবার্টসন জানান, আমি অসংখ্য সমকামী, লেসবিয়ান, উভকামী ও ট্রান্সজেন্ডারদের কাছ থেকে এখনো বার্তা ও ই-মেইল পাচ্ছি। এরকম একটি দৃষ্টান্ত তৈরির জন্য তারা আমার দিকে তাকিয়ে রয়েছেন।
এদিকে, নতুন পররাষ্ট্রমন্ত্রী মাহুতা জানান, নিউজিল্যান্ডের হয়ে বাইরের দেশগুলোতে কথা বলার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বাসিত।