বাইডেন ঈশ্বরের বিপক্ষে, ভালো খবর পাচ্ছি, সুন্দর বিজয় হবে: ট্রাম্প
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শেষ নির্বাচনী প্রচারণায় নিজের ‘সুন্দর বিজয়’ অর্জিত হবে বলে মন্তব্য করেছেন।
তিনি মিশিগানের গ্র্যান্ড র্যা পিডসে এক জনসমাবেশে আরও বলেন, আমরা আবারো ইতিহাস রচনা করতে যাচ্ছি।
বাইডেনকে বরাবরের মতোই ব্যঙ্গ করে ‘স্লিপি বাইডেন’ সম্বোধনপূর্বক ট্রাম্প বলেন, সে ঈশ্বরের বিপক্ষে কাজ করছে। অবশ্য এই প্রথম নয়, বলা চলে নিয়মিতই, এমনকি দু’দিন আগেও ফ্লোরিডার এক জনসমাবেশে ট্রাম্প বাইডেনের জনসম্মুখে উপস্থিতি নিয়ে বিদ্রূপ করে বলেছিলেন, তার পা দুটো দুর্বল।
মিশিগানে ট্রাম্প আরও বলেন, অনেকে অনেক কিছু বলছে। কিন্তু আমরা টেক্সাস, মিশিগান, উইসকনসিন সব জায়গা থেকেই ভালো খবর পাচ্ছি।