বাইডেনের টুইট পোস্ট, ‘বাইডেন-হ্যারিস’ লেখা টি-শার্ট পরে ভোটে

Published: 3 November 2020

পোস্ট ডেস্ক : কয়েক মাস নির্বাচনী প্রচার চালিয়েছে। আজ হচ্ছে ভোট।

ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে পোস্ট করেছেন। বাইডেন-হ্যারিস লেখা টি-শার্ট পরে ভোট দিতে যাচ্ছেন কয়েকজন এমন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

জো বাইডেন মঙ্গলবার এক টুইট বার্তায় জানান, তিনি ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচিত হলেও, তিনি আমেরিকার সবার প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন বাইডেন-হ্যারিস লেখা টি-শার্ট পরে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। টুইট পোস্টে তিনি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

এরই মধ্যে ভোট দিয়ে দিয়েছেন প্রায় দশ কোটি আমেরিকান। প্রথম ভোটগ্রহণ শেষ হবে আমেরিকার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ছটায় (রাত ১১টা জিএমটি)। সবশেষ ভোটগ্রহণ সমাপ্ত হবে আলাস্কায় জিএমটি সময় বুধবার ভোর ছয়টায়।