নিজের নাচের ভিডিও ছেড়ে ট্রাম্প লিখলেন ‘ভোট! ভোট! ভোট!’
পোস্ট ডেস্ক : কয়েক মাস নির্বাচনী প্রচার চালিয়েছে। আজ হচ্ছে ভোট। ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে পোস্ট করেছেন।
নিজের নাচের ভিডিও ছেড়ে ট্রাম্প লিখলেন ‘ভোট! ভোট! ভোট!’
মঙ্গলবার সকালে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাগুলো নিয়ে একটি নাচের ভিডিও শেয়ার করে টুইট করেছেন। টুইটে তিনি শুধু তিনটি শব্দ লিখেছেন। আর তা হলো- ভোট! ভোট! ভোট! ট্রাম্পের এই নাচের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।
আমেরিকায় ভোট গ্রহণের চূড়ান্ত পর্যায় শুরু হয়েছে। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান দলের পক্ষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার ডেমোক্র্যাট প্রতিপক্ষ হলেন জো বাইডেন, যিনি বারাক ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।