মার্কিন নির্বাচন..
হোয়াইট হাউজে বেড়া, সহিংসতার আশঙ্কা

Published: 4 November 2020

পোস্ট ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও বাড়ছে। তাই অস্থায়ী বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজ কম্পলেক্সের চারপাশে বেয়ে উঠা যায় না এমন এক ধরণের বেড়া স্থাপন করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন ফলাফল ঘোষণার পর বিক্ষোভ, অস্থিতিশীলতা এবং সশস্ত্র প্রতিবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় হোয়াইট হাউজের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করে সিক্রেট সার্ভিস। বেড়া স্থাপন ছাড়াও হোয়াইট হাউজে আড়াইশ ন্যাশনাল গার্ডস মোতায়েন করা হয়।

আগামী রবিবার রাত পর্যন্ত এই বেড়া থাকবে বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। এছাড়া হোয়াইট হাউজের আশেপাশের এলাকায় জনসাধারণের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে ম্যাসাচুসেটস, এরিজোনা এবং অগনে মোতায়েনের জন্য ৩ হাজার ৬শ’ ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।