লন্ডনে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাত
বিশেষ সংবাদদাতা, ঢাকা : ব্রিটেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
লন্ডনে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সেখানে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার গায়েত্রি কুমার।
স্থানীয় সময় বুধবার সকালে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের শিল্প বাণিজ্যের বিকাশে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্র সচিব।
এ সময় তিনি ভারত-বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বৃদ্ধির পক্ষে অভিমত ব্যক্ত করেন। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে আগামীতে আরো ইতিবাচক অধ্যায় তৈরি হবে।