কংগ্রেসে মুসলিম নারী যুগল
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র কংগ্রেসে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন দুই মুসলিম নারী।
ইলহান ওমর ও রাশেদা তালিব। রাশেদা মিশিগান এবং ইলহান মিনেসোটা রাজ্য থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করবেন। সোমালিয়ান বংশোদ্ভূত ৪১ বছর বয়সী ইলহান ওমর ২০১৮ সালে কংগ্রেসে প্রথম জয়লাভ করে একজন উঠতি রাজনীতিবিদ হিসেবে সকলের নজর কাড়তে সক্ষম হন। তিনি মিনেসোটা থেকে ৯৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। কংগ্রেস উইমেন রাশেদা তালিব মিশিগান ১৩
কংগ্রেশনাল আসন থেকে ৭৭ শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। ফিলিস্তিনি বংশদ্ভূত তালিবের বয়স ৪৪ বছর।তিনি
রিপাবলিকান প্রার্থী ডেভিড ডোডেনহোপারকে পরাজিত করেন।
এই দুই মুসলিম নারীকে নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ছিলেন খুবই সমালোচনা মুখর। বিগত কংগ্রেসে এই দুই নারী নানা ইস্যুতে আলো ছড়িয়েছেন।
তাঁদের বিজয়ে খুশি যুক্তরাষ্ট্রের বাংলাদেশী সহ মুসলিম সম্প্রদায়।