জরুরি ভিত্তিতে অপূর্বর ‘এ পজিটিভ’ প্লাজমা প্রয়োজন
পোস্ট ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।
বর্তমানে এ অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বুধবারই অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। জরুরি ভিত্তিতে প্রয়োজন ‘এ’ পজিটিভ করোনা জয়ীর প্লাজমা।
এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে জানান, অপূর্ব ভাইয়ের জন্য ‘এ’ পজিটিভ প্লাজমা লাগবে। যারা গত ২ সপ্তাহের মধ্যে করোনামুক্ত হয়েছেন, তারা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো : ০১৭০৭৯৯১৩৩১ ও ০১৭৩০৬১১৩৫১ এই দুটি নম্বরে।
উল্লেখ্য, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।