দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা

Published: 6 November 2020

পোস্ট ডেস্ক : খুব শীঘ্রই বাড়ি ফিরবেন ফৃুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় গত মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়েছিলো। প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। এমনটাই জানিয়েছেন ম্যারাডোনার নিজস্ব স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসক লিয়োপোলেদা লুকে।

বুয়েন্স আয়ার্সের এক ক্লিনিকে মঙ্গলবার ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তিনি বলেন, ‘ম্যারাডোনার স্নায়ুর কোনো ক্ষতি হয়নি। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন যা অবাক করার মত। খুব শীঘ্রই বাড়ি ফিরবেন। সব ঠিকঠাক থাকলে আজই ম্যারাডোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।’

এর আগে গত সোমবার (০২ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তিকে। জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই ৬০তম জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।