মার্কিন নির্বাচন..
নেভাদায় ভোট কারচুপির অভিযোগ রিপাবলিকানদের
পোস্ট ডেস্ক : টানটান উত্তেজনার মধ্যেই নেভাদা অঙ্গরাজ্যে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সমর্থকরা এবার ৩ সহস্রাধিক ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।
দ্য হিলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দ্য হিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে নেভাডা রিপাবলিকান পার্টি একটি সুপারিশ পাঠিয়েছে, যেখানে ‘নির্বাচন কারচুপির অন্তত ৩,০৬২টি ঘটনা তুলে ধরা হয়েছে।
নেভাডায় এখনো ভোট গণনা চলছে, যার সবশেষ ফলাফল অনুযায়ী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১১,৪০০ ভোটে এগিয়ে রয়েছেন। ঐ রাজ্যের ৮৯% ব্যালট এখন পর্যন্ত গণনা শেষ হয়েছে। পার্টির পক্ষ থেকে এক টুইটে অভিযোগ তোলা হয় রাজ্য থেকে অন্যত্র চলে যাওয়ার পর যারা ভোট দিয়েছেন, তারা কারচুপির সাথে জড়িত।
মার্কিন বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। সেই হিসেবে নেভাদার ৬ ইলেক্টোরাল ভোট পেলেই বাইডেন ২৭০ ইলেক্টোরাল ভোটের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে ফেলবেন।
এদিকে পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনও ফলাফল স্পষ্ট হয়নি। সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৫৩টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকী। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতেও বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।