মার্কিন নির্বাচনের ফল পেতে আর কত দেরি?

Published: 6 November 2020

পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চিয়তার এখনও অবসান হয়নি। ভোটের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। যে পরিমাণ ভোট গণনা ও ফল জানা গেছে তাতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।

বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে এ বছর ভোট গণনায় প্রচুর সময় লাগছে। বিপুল পরিমাণ ডাক ভোটও একটি কারণ। এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। কিন্তু ভোট গণনা শেষ হলেই কি চূড়ান্ত ফল জানা যাবে? অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত যদি মামলা গ্রহণ করে নেয়, তা হলে চূড়ান্ত ফলাফল সহসাই ঘোষণা করা সম্ভব হবে না।

জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যগুলোর ফল প্রকাশিত হলে জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে বিষয়টি যদি আদালতে গড়ায় তাহলে ম্যাজিক ফিগার পেয়েও নিজেকে জয়ী বলতে পারবেন না বাইডেন। অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের।

মার্কিন নির্বাচনে এখন চারটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের ফলাফলের দিকে নজর সবার। জর্জিয়াতে ট্রাম্প এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। নেভাদাতে শুরুতে বাইডেন এগিয়ে ছিলেন ৮ হাজার ভোটে। এখন ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পেনসিলভানিয়ায় বৃহস্পতিবার শুরুতে ট্রাম্প এগিয়ে ছিলেন ১ লাখ ৬০ হাজার ভোটে। তবে ডাক ভোট গণনা শুরু হওয়ার পর থেকে ব্যবধান কমতে শুরু করে। এখন ট্রাম্প এগিয়ে রয়েছেন প্রায় ২৫ হাজার ভোটে। এখনও গণনা বাকি ২ লাখ ২০ হাজার ভোট।

অ্যারিজোনায় বাইডেন ৬৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন। এখন তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে। এখনও ২ লাখ ২০ হাজারের বেশি ব্যালট গণনা বাকি রয়েছে।

এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৫৩টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকী। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতেও বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।