অশালীন ভিডিও ধারণ করে গ্রেফতারের পর মুক্ত স্বামীসহ পুনম পাণ্ডে
পোস্ট ডেস্ক : ভারতের গোয়ায় উন্মুক্ত স্থানে অশালীন ভিডিও ধারণের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে ও তার স্বামী স্যাম বম্বে।
পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান পুনম ও তার স্বামী। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ দম্পতিকে গোয়াতেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়া পুলিশ ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, অশালীন ভিডিও প্রচারের অভিযোগে আলোচিত এ দম্পতিকে গ্রেফতার করা হয়।
গত ২ নভেম্বর পুনমের একটি নগ্ন ভিডিও ভাইরাল হয় অন্তর্জালে। ভিডিওটি ধারণ করা হয় গোয়ার চাপোলি ড্যাম কানাকোনায়। এরকম একটি উন্মুক্ত স্থানে নগ্ন ভিডিও করায় সামাজিকমাধ্যমে অনেকেই অভিযোগ তোলেন। এরপর পানি সম্পদ অধিদপ্তর পুনমদের নামে মামলা ঠুকে দেয়।
অজ্ঞাত ব্যক্তিদের উল্লেখ করে মামলা করা হলেও পুলিশ ঠিকই পুনম দম্পতিকে গ্রেফতার করে। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান পুনম ও তার স্বামী।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর সকালে তারা উন্মুক্ত স্থানে যে ভিডিও ধারণ করেছেন তা আপত্তিজনক বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে।