মা হলেন শার্লিন ফারজানা
পোস্ট ডেস্ক : মা হয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। গত রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে জন্ম নেওয়া পুত্রসন্তান ও মা দু’জনই ভালো আছেন।
সন্তানের নাম রেখেছেন ইয়াসিন এহসান। শার্লিন গণমাধ্যমকে বলেন, আমার কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। বাবু ও আমি সুস্থ আছি। বাচ্চার বাবাসহ পরিবারের সবাই অনেক বেশি খুশি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি।
জানা গেছে, শার্লিন ফারজানা বিয়ে করেছেন গত বছরের ২৩ নভেম্বর। গুলশানের একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়েছিল তার বিয়ে। বর এহসানুল হক। পেশায় ব্যবসায়ী ও প্রকৌশলী। বিয়ের খবর গত অক্টোবরে জানিয়েছিলেন অভিনেত্রী শার্লিন ফারজানা। এবার নভেম্বরে এই অভিনেত্রী মা হওয়ার খবর দিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। এরপর বেশ কিছু নামিদামি ফ্যাশন হাউসের মডেল হয়ে নিজের উপস্থিতি প্রকাশ করেছেন। কাজ করেন বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে।
বিজ্ঞাপনের মডেল হয়ে রীতিমতো নতুন করে আলোচনায় চলে আসেন তিনি। কাজ করেন অসংখ্য নাটকে। অভিনয়ের পথচলায় শার্লিন ফারজানা নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে তুলছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘উনপঞ্চাশ বাতাশ’ সিনেমাটি।