নগ্ন পঞ্চ ভূমি
জাহাঙ্গীর খান
পঞ্চ ভূমি -আজ নগ্ন হয়ে যাচ্ছ তুমি,
ভূখণ্ডে আজ শুনছি শুধু তোমার চরণ ধ্বনি ।
তোমার মাঠের খেলোয়াড়রা করছে বাজিগরি,
নিজের কথা ভুলে গিয়ে করছে তাপাদারি।
হেমন্তের ছোঁয়া যেন লাগছে তোমার গায়ে,
গাছের পাতা ঝরে পড়ে উজাড় হয়ে যাচ্ছে চলে।
বসন্ত যে আসবে কবে আল্লাহ মাবুদ জানে,
বর্ষার মত তুমি আজ ঘুরে বেড়াও দ্বারে দ্বারে।
শীতের মত ঘরে বসে করছ কি আজ তুমি,
গ্রীষ্ম কি আর আসবেনা ফিরে তোমার দ্বারে।
শরতের মত বিনষ্ট হতে দিয় নাকো তুমি,
সময় আছে ধৈর্য ধরো-ধীর মস্তিস্কে কাজ করো।
চিন্তা করে দেখো তুমি-ধীমান গেছে কোথায় চলে।
হুরিরা যে আসবে না ঘুরে-মিলিয়ে দিবে ভুবনটাকে।
সর্বজন আজ ছত্রভঙ্গ-এক ইস্যুতে লন্ডভন্ড,
লোভ লালসা ছাড়ছে না কেউ উপায় হবে কি।
দিনমজুরের কথা ছূড়ে-বিলাসিতার প্রভাব পড়ে,
দোয়া করি স্রষ্টার কাছে মিলিয়ে দেক হৃদয় মাঝে।