সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেট অফিস : সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।
সিলেটের সাথে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সারাদেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।