উন্মাদনা হলো জীবনের রং: পরীমণি
পোস্ট ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। শত ব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।
এই লাস্যময়ীকে প্রায়ই দেখা যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে নিত্য নতুন স্ট্যাটাস ও ছবি শেয়ার করতে।
আজ শনিবারও একটি ছবি শেয়ার করেছেন পরীমণি। ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘উন্মাদনা হলো জীবনের রং। তাই নিজের উন্মাদনা নিয়ে বাঁচুন।’
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।