নববধূর সঙ্গে ছবি তুললেন ট্রাম্প
পোস্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে ২৯০ ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২১৪টি ইলেকটোরাল ভোট।
তিন রাজ্যে ভোটের ফল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছেন বাইডেন। অন্যদিকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে ট্রাম্পের। বিষয়টি আগেই বোঝা যাচ্ছিল।
যদিও ট্রাম্প এখনো নির্বাচনের ফল মেনে না নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে সোমবার আদালতে যাওয়ার ব্যাপারে মনস্থির করেছেন।
বাইডেন যখন জিতে যাচ্ছেন, সেই মুহূর্তে ভার্জিনিয়ায় গলফ খেলছিলেন ট্রাম্প। জানা গেছে, গলফ খেলতে গিয়ে একজন নববধূর সঙ্গে ছবিও তুলেছেন ট্রাম্প।
ছবিটিতে দেখা যায়, নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা টুপি পরে আছেন ট্রাম্প। ছবি তোলার পর একজন ট্রাম্পকে বলেন, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনি যা কিছু করেছেন, সে জন্য ধন্যবাদ।
ঘুরে দাঁড়িয়ে সবার উদ্দেশে ট্রাম্প বলেন, তোমরা বয়সে তরুণ। জীবন সুন্দরভাবে কাটাবে, ঠিক আছে?